Monday, 5 August 2019

সিলেট ম্যাটস কথায় নয় কাজে বিশ্বাসী -সিলেট ম্যাটস এর ছাত্রীর অসামান্য কৃতিত্ব পূর্ণ সাফল্য

#সিলেট_ম্যাটস_থেকে_পাশ_করে_সরকারি_চাকরী_লাভ_করে_ডৌবাড়ি_ইউনিয়ন_স্বাস্থ্য_ও_পরিবার_কল্যাণ_কেন্দ্র_সিলেটে_কর্মরত_আছে।
🌺🌳🌺🍀🍀🌺🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹
অদ্য ০৬/০৮/১৯ ইং তারিখ ডৌবাড়ী ইউনিয়ন স্বাস্হ্য ও পরিবার কল্যান কেন্দ্রে সকাল ৮.৫০মি. এ এবং ৯.৩৫মি. এ দুটি স্বাভাবিক প্রসব সম্পন্ন হয়। মা ও নবজাতকরা চারজনে সুস্হ আছেন ।
🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌳🍀🌳🍀🌳🍀🌳🍀🌳🍀🌳



Tuesday, 2 July 2019

মাল্টিমিডিয়া প্রজেক্টর দিয়ে ৩য় বর্ষের গাইনীকোলজী ক্লাস

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
সিলেট মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল সিলেট ম্যাটস এর সহযোগী অধ্যাপক ডাঃ সুধাসিন্ধু দাস মাল্টিমিডিয়া প্রজেক্টর দিয়ে ৩য় বর্ষের গাইনীকোলজী ক্লাস নিচ্ছেন।
*******************************************************************
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹


Sunday, 27 May 2018

আত্মবিশ্বাসী ও সু-চিকিৎসক গড়ারপ্রত্যয়ে সিলেট ম্যাটস্-এর সাফল্য

সিলেট :: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ অধিভুক্ত, বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত, আত্মবিশ্বাসী ও সু-চিকিৎসক গড়ার অঙ্গিকার নিয়ে, বিরত্বগাঁথা ঐতিহ্য লালিত স্বপ্ন বাস্তবায়নে সিলেট মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল সিলেট ম্যাটস্ থেকে ৪ বছর মেয়াদের ডিপ্লোমা কোর্স সম্পন্ন করে বিভিন্ন সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠানে সুনামের সাথে চাকরী লাভ করেন সিলেট ম্যাটস্-এর ছাত্রছাত্রীবৃন্দ।


তাদের মধ্যে ডা. মোহনলাল পাল, তিনি উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে বিয়ানীবাজার উপজেলার দায়িত্ব গ্রহণ করেন। ডা. প্রসান্ত কুমার পাল, তিনি উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে কমলগঞ্জ উপজেলার দায়িত্ব গ্রহণ করেন।

ডা. ফেরদৌসি আক্তার, তিনি উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে গোয়াইনঘাট থানার ডোবাবাড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের দায়িত্ব গ্রহণ করেন। ডা. এনামুল হক তালুকদার, তিনি উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে হাটখোলা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের দায়িত্ব গ্রহণ করেন।

ডা. নিশীত কুমার শীল রাজিব, তিনি উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে গোয়ালবাড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র জুড়ি, মৌলভীবাজারের দায়িত্ব গ্রহণ করেন। ডা. আবুল হাসনাত, তিনি উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে রাউৎগাঁও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র কুলাউড়া, মৌলভীবাজারের দায়িত্ব গ্রহণ করেন।

এছাড়াও সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন এনজিও এবং বিভিন্ন স্থানে নিজস্ব চেম্বার নিয়ে সিলেট মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল সিলেট ম্যাটস্-এর ছাত্রছাত্রীবৃন্দ মানব সেবায় কর্মরত আছেন। এতে অভিনন্দন জানাচ্ছেন, সিলেট ম্যাটস্ ও সিলেট ওয়েলফেয়ারের প্রধান উপদেষ্ঠা মিস সেলিনা চৌধুরী।